স্পোর্টস ডেস্কঃ শুরু হচ্ছে টাটা ম্যারাথন ২০১৯। আগামি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই টাটা ম্যারাথন। আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে এই ম্যারাথনে। টাটা ষ্টীল ২৫ কে এই ম্যারাথনের কাউন্টডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত, মেয়র পারিষদ দেবাশিস কুমার।
তবে আগেরবারের টাটা ষ্টীল ম্যারাথন ছিল ব্রোঞ্জ লেভেল রোড রেস, এবার তা উন্নিত হয়েছে সিল্ভার লেভেল রোড রেসে। বিশ্বের আরও কোনও রোড ম্যারাথনের এই স্বীকৃতি নেই।
দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগীদের দেওয়া হবে ষ্টীলের পদক। এছাড়াও সেই একই সপ্তাহে রয়েছে বিজয় দিবস। সেই কথা মাথায় রেখে ভারতীয় সেনা বাহিনীর জন্য রয়েছে বিজয় দিবস ট্রফি। সেই কথা মাথায় রেখে এই প্রতিযোগিতায় নামবে ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌসেনার ৩০ টি দল। এছাড়াও কলকাতা পুলিশের ৪০ টি দল দৌড়বে এই প্রতিযোগিতায়।