December 5, 2019

কলকাতার মুকুটে নতুন পালক। এবারের ম্যরাথন সিল্ভার লেভেল রোড রেস

স্পোর্টস ডেস্কঃ শুরু হচ্ছে টাটা ম্যারাথন ২০১৯। আগামি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই টাটা ম্যারাথন। আগামি ৭ ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে এই ম্যারাথনে। টাটা ষ্টীল ২৫ কে এই ম্যারাথনের কাউন্টডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত, মেয়র পারিষদ দেবাশিস কুমার। তবে আগেরবারের টাটা ষ্টীল ম্যারাথন ছিল ব্রোঞ্জ লেভেল রোড রেস, এবার তা উন্নিত হয়েছে সিল্ভার লেভেল রোড রেসে। বিশ্বের আরও কোনও রোড ম্যারাথনের এই স্বীকৃতি

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্যালপিটারকে দেখাযাবে এবারের টাটা ম্যরাথনে

স্পোর্টস ডেস্কঃ ম্যারাথন। কলকাতার বুকে এই নিয়ে ষষ্ঠবার হতে চলেছে এই টাটা ম্যারাথন। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই হতে চলেছে এই টাটা ম্যারাথন। কলকাতা শহরের কয়েক হাজার মানুষ ছাড়াও এবার দেশ বিদেশের বিশেষ কিছু অ্যাথলেটকে দেখাযাবে এই ম্যারাথনে দৌড়াতে। এবারের ম্যারাথনের বিশেষ আকর্ষণ ইসরায়েলের তারকা অ্যাথলেট লোনাহ স্যালপিটার। তিনি এবার ১০,০০০ মিটার দৌড়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। গত বছরে তিনি বার্লিনে এই চ্যাম্পিয়ন জিতেছিলেন। এই বছর তিনি বড় ম্যারাথনে