নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির সংস্কৃতি। সারা পৃথিবীর কাছে বাঙালির এক গর্বের বিষয়। বিবেকানন্দ বলেছিলেন যে ভারতবাসী পাশ্চাত্যের থেকে শিল্প শিখবে আর পাশ্চাত্য ভারতবর্ষ থেকে সংস্কৃতি, তবেই গড়ে উঠবে আদর্শ পৃথিবী। কোনোদিন ভেবে দেখেছেন মুনি ঋষিরা কেন একথা বলে গেছেন?
আজ আমরা পাশ্চাত্য থেকে অনেক কিছু শিখেছি। তবে কিছুটা ভুল পথে যে বাঙালি তথা ভারতবর্ষের মানুষ হাঁটছে তা একাধিক বিশেষজ্ঞরা বলেছেন। এবং তাঁর ফলে যে বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির ক্ষতি তা বলাই বাহুল্য।
অপর্ণা সেন, যোগেন চৌধুরীর মতো লেখকরা বাঙালির এই সংস্কৃতি নিয়ে নতুন ম্যাগাজিন লিখলেন। “টেক অন বেঙ্গল” নতুন ম্যাগাজিন এডিটর ভাবনা কাকার। এই ম্যাগাজিন প্রকাশের দিনে উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী, ইনা পুরি, জহর সরকার, কুনাল বসুর বিশেষজ্ঞরা।