সুমিত, কলকাতাঃ খুব বেশি শীত না পরলেও প্রাকৃতিক নিয়মে কিন্তু শীত চলে এসেছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে শহর কলকাতার শীত মানে খুব কম দিনের বিষয়। অল্প দিনের বিষয় হলেও এর মধ্যেই কলকাতার বাঙালিরা রং বেরঙের জামাকাপড় থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান করে থাকে। শুধুতাই নয় সময় পেলে একাধিক জায়গায় ঘুরে আসেও।
আর ভোজনরসিক বাঙালি খাওয়ার ব্যাপারে কিন্তু একদম পিছিয়ে নেই। ইতিমধ্যেই একাধিক কেক মিক্সিং অনুষ্ঠান শুরু হয়ে গেছে একাধিক জায়গায়।
হুগলী নদীর তীরে সুসজ্জিত হোটেল ফ্লোটেল। এবার সেখানেও শুরু হয়ে গেল এই কেক মিক্সিং। এই কেক মিক্সিং অনুষ্ঠানে হোটেল কতৃপক্ষ ছাড়াও উপস্থিত ছিলেন টিনসেল টাউনের একাধিক তারকারা।
বিভিন্ন ধরনের বাদাম, কাজু, কিসমিস সহ একাধিক রকমের ড্রাই ফ্রুট দেখা গেল কেক মিক্সিং অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সায়ন্তনি,রিতিশা, সায়ক, রাজদ্বিপ, রনজয়। এছাড়াও এই কেক মিক্সিং অনুষ্ঠানে ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার গুঞ্জন কুমার গুপ্তা, ম্যানেজার সৈকত বড়াল এবং শেফ উত্তম ভট্টাচার্য।
একাধিক ভোজন প্রিয় মানুষের কথা মাথায় রেখে ক্রিসমাস কার্নিভালের আয়োজন করেছেন হোটেল কতৃপক্ষ। যেখানে ২৪, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি লাঞ্চ এবং ডিনার পাওয়া যাবে ১৩০০ টাকায়। বাচ্চাদের জন্য ৯৯৯ টাকায়।