টলি তারকাদের উপস্থিতিতে ফ্লোটেলে কেক মিক্সিং
সুমিত, কলকাতাঃ খুব বেশি শীত না পরলেও প্রাকৃতিক নিয়মে কিন্তু শীত চলে এসেছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে শহর কলকাতার শীত মানে খুব কম দিনের বিষয়। অল্প দিনের বিষয় হলেও এর মধ্যেই কলকাতার বাঙালিরা রং বেরঙের জামাকাপড় থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান করে থাকে। শুধুতাই নয় সময় পেলে একাধিক জায়গায় ঘুরে আসেও। আর ভোজনরসিক বাঙালি খাওয়ার ব্যাপারে কিন্তু একদম পিছিয়ে নেই। ইতিমধ্যেই একাধিক কেক মিক্সিং অনুষ্ঠান শুরু হয়ে গেছে একাধিক