নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে বড় সাপের নাম কি? উত্তরটা ২০০৭ এর আগে একরকম ছিল আর ২০০৭ এর পর আবার পরিবর্তন হয়েছে। কারন পৃথিবীর সবথেকে বড় সাপের নাম টাইটানোবোয়া। আর এই সাপ লম্বায় অন্তত ১৪ মিটার বা কেউ কেউ বলে থাকেন ৫০ ফুট। এতোবড় সাপ যে একা চারটে মানুষকে একসাথে শ্বাসরোধ করে মারতে পারার ক্ষমতা ছিল।
Previous Post: সিনে মহলে নজর কাড়ল হোয়াইট ইউনিকর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চতুর্থ মাসিক স্ক্রিনিং
Next Post: s-400 কতটা শক্তিশালি? জেনেনিন