November 14, 2019

মুক্তি পেল বাংলা ছবি ঘুন

নিজস্ব প্রতিনিধিঃ শহর কলকাতায় একটা কথা বলতেই হবে যে মানুষের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনই তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সম্পর্কের ঘনঘটা। আসলে মানুষ এখন বিশ্বাস হারিয়েছে। আর তার ফলেই একাধিক সমস্যা। কারন মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানোর ফলে সৃষ্টি হয়েছে যত সমস্যা। আর এর ফলে বাড়ছে একাধিক সমস্যা। আর সেই সব কথাকে মাথায় রেখেই নতুন বাংলা ছবি “ঘুন”। ছবির পরিচলক সুভ্র রায় ছবি নিয়ে বেশ আশাবাদি। এবং এই ছবির

টুকরো টুকরো ঘটনার কোলাজ ইম্প্যাট প্রযোজনা সংস্থার প্রয়াস স্বল্পদৈর্ঘ্যের ছবি ক্লোনের মিউসিক লঞ্চ

যমজ ভাইবোন নয় অথচ অবিকল একইরকম দেখতে মানুষ। ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীতে, শুধু তাই নয় একই শহরে খোদ কলকাতায়। ভ্রান্তিবিলাস নয়, নয় কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাইয়ের বলিউডি মেলোড্রামাটিক পুনর্মিলন। নেহাতই কাকতালীয় সমাপতনে সমসদৃশ মানুষগুলোর ঘটনার ঘনঘটায় জড়িয়ে পড়ার গল্প -‘ক্লোন’। ইম্প্যাট প্রযোজনা সংস্থার প্রয়াস স্বল্পদৈর্ঘ্যের ছবি। ক্লোন -শব্দ টা শুনলেই কেমন একটা রোমাঞ্চ হয়, তাই না? তারপর আবার লভ্, ক্রাইম, অ্যাকশন, ড্রামায় যদি ভরপুর হয় ছবি। প্রীতম এম আর অর্ণব