সুমিত, কলকাতাঃ আর্চি। ছোটবেলায় এই গল্প পড়েনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারন এমন এক কমিক্স যা আট থেকে আশি সকলের মনে জায়গা করে নিয়েছে। আর সেই কমিক্স নিয়ে নতুন ছবি করতে চলেছেন পরিচালক জয়দ্বিপ বন্দ্যোপাধ্যায়।
রোম্যান্টিক-কমেডি ছবি আর্চির মধ্যে দিয়ে পরিচালক জয়দ্বিপ বন্দ্যোপাধ্যায় লিঙ্গ সমতা, মব লিঞ্চিং, মৌলবাদ, ডোমেস্টিক ভায়োলেন্স এর মতো বিষয়গুলি তুলে ধরতে চাইছেন বলে জানান। এছাড়াও তিনি জানান যে ” ছবিটি ছোটদের মতো করে দেখতে চাইলে ছোটদের, আর বড়দের করে দেখতে চাইলে এটি একটি বড়দের ও ছবি বটে”।
ছবিতে প্রধান চরিত্রে অর্থাৎ মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস। সৌরভকে দেখাযাবে অর্চিস্মান মুখোপাধ্যায়ের ভূমিকায়। অনেকদিন পরে সৌরভকে কমেডি চরিত্রে দেখা যেতে চলেছে। এছাড়াও রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ অলিভিয়া সরকার। অলিভিয়ার এটাই ডেবিউ ছবি। এছাড়াও রয়েছেন পায়েল রায়, কস্তুরি চক্রবর্তী এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতারা।
পি এন্ড পি এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি এই ছবি কমেডি বা মজার মাধ্যমেই দর্শকদের এক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে জানান ছবির পরিচালক।