সুমিত, কলকাতাঃ সত্যজিৎ রায়ের “গুপি গাইন বাঘা বাইন”। বলুন তো এই ছবিটি দেখেনি এমন বাঙালি খুঁজে পাবেন? খুব চাপের ব্যাপার। এক কথায় কালজয়ী একটি ছবি। আর বিশেষ করে ভূতের রাজার তিন বর। এখনও অনেক মায়েরা তাদের বাচ্চাদের খাওয়ানোর সময় গল্প শোনান। ভূতের রাজার বরের কথা।
ভাবুন ৫০ বছর পর আবার ভূতের রাজা ফিরে এল। আর আপনাকে বরের কথা বলল। তবে তিন বর নয়। একটি মাত্র বর চাইতে পারবেন। তাহলে আপনি কি বর চাইবেন?
ভোজন রসিক বাঙালি। কথাতেই আছে। পুরোপুরিভাবে নিশ্চিত না হলেও একটা বিরাট অংশ যে খাওয়ার জন্য বর চাইতে পারেন তা বলাই বাহুল্য।
আচ্ছা বলুন তো বর তো নয় ভূতের রাজার কাছে চাইলেন। কি খাওয়ার চাইবেন? সেই বর পেয়ে। তখন কি মনে পরবে যে গুপি বাঘা তাদের খাওয়ার বর পেয়ে কি কি খাওয়ার তাদের পাতে পড়ত? অনেকেই কিন্তু ভালো করে ব্যাপারটা যাচাই করেননি ছবিতে।
তবে এরকম ভোজন রসিক বাঙ্গালিদের কথা চিন্তা করে দক্ষিন কলকাতায় খোলা হল এক নতুন রেস্তোরাঁ “ভূতের রাজা দিল বর”। ভূতের রাজার ১৫ তম বছর, গুপি বাঘার ৫০ তম বছরে খোলা হল এই রেস্তোরাঁ। বিশেষ করে যারা বাড়িতে স্বাদ করে খেতে পারেননা তাদের জন্য এক অদ্বিতীয় খাওয়ারের জায়গা। যেখানে গেলে হাতে হাতে তালি দিলেই চলে আসবে আপনার প্রিয় খাওয়ার গুলি।