ভালোবাসার গল্প নিয়েই নতুন ছবি ভালোবাসার শহর

ভালোবাসার গল্প নিয়েই নতুন ছবি ভালোবাসার শহর

ফিল্ম ডেস্কঃ ভালোবাসা মানে আচিস গ্যালারি। ভালোবাসা মানে গোপন গোপন কথা। একটি জনপ্রিয় বাংলা গানের প্রথম দুলাইন। ভালোবাসা মানে কলকাতা শহরের কাছে এরকম ছোট বড় অনেক গল্প। ভাবুন তো কলকাতা শহরে ভালোবাসার কয়েকটি জায়গার কথা।

ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, গঙ্গার পার, প্যারামাউন্টস, কফি হাউস। এরকমই একাধিক ভালোবাসার গল্প শহর কলকাতা জুড়েই দেখা মেলে ঠিক এই জায়গা গুলিতে। কিন্তু কোনোদিন একসাথে এতগুলো ভালবাসার গল্পকে একসাথে দেখেছেন? আসলে এভাবে কলকাতার লাভ স্টোরি গুলোকে সেইভাবে কেউ ভেবে দেখেনি।

একসাথে এরকমই চারটি গল্পকে দেখাযাবে এবার জি ফাইভ এর পর্দায়। আরশিনগর, পরি, কলকাতার কবিতারা, প্যারামাউন্ট। পরিচালক অভিজিৎ চৌধুরীর নির্দেশনায় এই চারটি গল্পকে দেখা যাবে ভালোবাসার শহরের প্রথম সিসেনে।

প্রধান চরিত্রে রয়েছেন চন্দন রায় সান্যাল, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ, ইশা সাহা, তনুশ্রী চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস এবং পায়েল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *