শহর কলকাতায় একটা কথা বলতেই হবে যে মানুষের সংখ্যা যেমন বেড়েছে ঠিক তেমনই তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সম্পর্কের ঘনঘটা। আসলে মানুষ এখন বিশ্বাস হারিয়েছে। আর তার ফলেই একাধিক সমস্যা। কারন মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানোর ফলে সৃষ্টি হয়েছে যত সমস্যা।
আর এর ফলে বাড়ছে একাধিক সমস্যা। আর সেই সব কথাকে মাথায় রেখেই নতুন বাংলা ছবি “ঘুন”। ছবির পরিচলক সুভ্র রায় ছবি নিয়ে বেশ আশাবাদি। এবং এই ছবির মূল বিষয়বস্তু জীবনের জটিলতা এবং সম্পর্ক।
ছবির গান মুক্তি পেয়েছে ইতিমধ্যে। এবং এই ছবির মিউসিক দিয়েছেন ছবির প্রযোজক প্রসেনজিৎ মহাপাত্র। ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস একাধিক অভিনেতা অভিনেত্রীরা। ছবির অন্যতম অভিনেতা সৌরভ জানিয়েছেন যে ” ছবির ক্রিয়েটিভ লাইসেন্স পেতে খুব সুবিধা হয়েছে প্রযোজকের কাছ থেকে, ফলে বেশ সুবিধা হয়েছে ছবিতে অভিনয় করতে”। এবং এই ছবির গান নিয়ে বেশ আশাবাদি ছবির পরিচালক থেকে শুরু করে ছবির কলাকুশলীরা। ছবির মিউসিক পরিচালক প্রসেনজিৎ মহাপাত্র এর আগে একাধিক অসমিয়া এবং হিন্দি গানে মিউসিক দিয়েছেন।