“কোথাও শুনেছেন নাকি জন্মাষ্টমীর ভোগ একজন মুসলমান পরিবেশন করে”? গোত্র ছবির এক ট্রেলারে খরাজ মুখোপাধ্যায়ের বলা দুলাইন। যেখানে নাইজেলকে দেখা গেছে তারেক আলির চরিত্রে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষের অনেক কিছু না জানা থাকলে কিরকম বাজে মন্তব্য করতে পারেন। এরকম একাধিক বিষয়কে নিয়ে ছবি করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।
বছরে একটি ছবি করতে দেখা গিয়েছিল এই পরিচালক জুটিকে। তবে এবার সেই ধারা ভেঙ্গে দুই ছবির করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কণ্ঠ এই বছরে একাধিক রেকর্ড টপকেছে। ঠিক সেই ধারাই দেখে গেল গোত্রতে। চলতি মাসে বুক মাই শো এর বিচারে কলকাতার হায়েস্ট গ্রসিং বাংলা ছবির তকমা পেল গোত্র।
ছবির পাশাপাশি ছবির একাধিক গানও এবার সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে রঙ্গবতি। এবার পুজোতে রঙ্গবতি যে স্টেজ কাঁপাবে তা কিন্তু অনেকেই এখন থেকে আঁচ করতে পারছেন।