আলিয়া ভাটকে নিয়ে ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়

আলিয়া ভাটকে নিয়ে ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়

কাপুর পরিবারে সেলিব্রেশানে যোগ দিলেন আলিয়া ভাট। ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াইয়ে প্রায় এক বছর পর নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর।

ঋষি কাপুরের নিজের বাড়িতে ফিরে আসার আনন্দে রানবির এবং ঋদ্ধিমা তাদের বাড়িতে বিশেষ সেলিব্রেশানের আয়োজন করেন। এই সেলিব্রেশানে যোগ দিতেই মাঝ রাতে সেখানে পৌছায় কাপুর পরিবারের হবু সদস্য আলিয়া ভাট। এবং বেরিয়ে যাওয়ার সময় পাপারৎজির ক্যামেরায় বন্দি হন তিনি।

এবার শুরু হল আলিয়া ভাটকে নিয়ে নেটিজেনদের প্রক্রিয়ায় ভরা মজার মজার জোকস। কারন রাত্রের অন্ধকারে দূর থেকে ক্যামেরার ফ্লাশ সরাসরি চোখে পরায় আলিয়াকে দেখে মনে হয় যেন আলিয়ার উপর ভর করেছে কোনও অশরীরী। আলিয়ার এই ছবি ভাইরাল হওয়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় চলল কমেন্টের ঝড়। কেউ কেউ কমেন্ট করেন ” ইনি আলিয়া নন উনি ভুতিয়া”। আবার কেউ কেউ লিখেছেন ” চোখ দেখে মনে হচ্ছে কোনও খারাপ আত্মা ভর করেছে তোমার ওপর।

আবার অন্যদিকে অনেক নেটিজেনরা আলিয়ার হয়ে কমেন্ট করেন যে অন্ধকারে দূর থেকে ছবি দেখে আলিয়ার সৌন্দর্য মাপা যায়না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *