September 12, 2019

আলিয়া ভাটকে নিয়ে ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়

কাপুর পরিবারে সেলিব্রেশানে যোগ দিলেন আলিয়া ভাট। ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াইয়ে প্রায় এক বছর পর নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। ঋষি কাপুরের নিজের বাড়িতে ফিরে আসার আনন্দে রানবির এবং ঋদ্ধিমা তাদের বাড়িতে বিশেষ সেলিব্রেশানের আয়োজন করেন। এই সেলিব্রেশানে যোগ দিতেই মাঝ রাতে সেখানে পৌছায় কাপুর পরিবারের হবু সদস্য আলিয়া ভাট। এবং বেরিয়ে যাওয়ার সময় পাপারৎজির ক্যামেরায় বন্দি হন তিনি। এবার শুরু হল আলিয়া ভাটকে নিয়ে নেটিজেনদের

নতুন পালক গোত্রর মুকুটে

“কোথাও শুনেছেন নাকি জন্মাষ্টমীর ভোগ একজন মুসলমান পরিবেশন করে”? গোত্র ছবির এক ট্রেলারে খরাজ মুখোপাধ্যায়ের বলা দুলাইন। যেখানে নাইজেলকে দেখা গেছে তারেক আলির চরিত্রে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মানুষের অনেক কিছু না জানা থাকলে কিরকম বাজে মন্তব্য করতে পারেন। এরকম একাধিক বিষয়কে নিয়ে ছবি করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।       বছরে একটি ছবি করতে দেখা গিয়েছিল এই পরিচালক জুটিকে। তবে এবার সেই ধারা ভেঙ্গে দুই ছবির

আজীবন বার্সায় থাকতে চান মেসি

স্পোর্টস ডেস্কঃ নেইমারের বার্সেলোনাতে ফেরা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। হাজারও চেষ্টা করেও নেইমার বার্সাতে ফিরতে পারেনি। প্যারিস সেন্ট জার্মেনের সাথে বার্সেলোনার চুক্তি হয়ে উঠতে পারেনি মূলত পি এস জির চাহিদা মতো অর্থ তারা দিতে পারেনি বলে। তবে নেইমার বার্সায় ফিরবে বলে আসা লিওনেল মেসির। এবং বার্সা নিজের সাধ্য মতো চেষ্টা করেছে বলে বিশ্বাস করেন এল এম টেন। এরকম একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন তারকা। মেসির চুক্তিঃ মেসির চুক্তির ব্যাপারে

মাঠে নামছে রাকুতেন, নাইক। সামনের মরশুমেই বার্সায় নেইমার!

নেইমার বার্সেলোনাতে সই করেনি বলে বেশ চাপে বার্সা কতৃপক্ষ। কারন তারা স্বীকার না করলেও সম্প্রতি মেসির সাক্ষাৎকার এবং দলের প্লেয়ারদের পারফরম্যান্স সেই উত্তর দিচ্ছে। নেইমার দলে আসলে চ্যাম্পিয়ন্স লিগের জন্য দল যে এককদম এগিয়ে যাবে তা বলাই বাহুল্য। সব কিছু ঠিকই ছিল। এই মরশুমেই দলে যোগ দিতেন নেইমার। তবে পি এস জির ক্যাশ অর্থ চাওয়াতেই অসুবিধার কারন হয়ে দাড়ায়। বার্সেলোনা দুই প্লেয়ার এবং সাথে ১২০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি ছিল।

জেল আরদা তুরানের

কিছুদিন আগে বার্সেলোনার জার্সি গায়ে খেললেও বর্তমানে তিনি তুর্কির ইস্তানবুলে একটি দলের হয়ে খেলছেন। যদিও বার্সেলোনার থেকে লোণেই রয়েছেন তিনি। শেষ বছরে এক নাইট ক্লাবে তাঁর সাথে ঝামেলা হয় পপ গায়ক বারকে সাহিনের সাথে। তারপর সেই গায়কের নাকে আঘাত করেন তুরান। এরপর হাসপাতালে নিজের দোষ স্বীকার করতে যান সেই পপ গায়কের কাছে। সেখানে তিনি বন্দুক নিয়ে যাওয়াতেই অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁকে। বিনাকারনে অস্ত্র নেওয়া এবং আঘাত করার কারনে দুই

বিক্রমের সাথে যোগাযোগের চেষ্টা নাসার

চাঁদে নামার ২.১ কিলোমিটার আগেই বিক্রমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় চন্দ্রযান ২ এর। এখনও পর্যন্ত কোনও ভাবে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। তাপচিত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছিল যে চাঁদের মাটিতেই রয়েছে বিক্রম। বিক্রম ভেঙ্গে যায়নি গোটা অবস্থাতেই রয়েছে। পাশাপাশি বিক্রম ১৮০ ডিগ্রী ব্যাসার্ধে ঘুরতে পারে ফলে চাঁদের যেকোনো দিক থেকে যোগাযোগ সম্ভব। এর একটি ডিপ স্পেস নেটওয়ার্ক অ্যান্টেনা রয়েছে যার ফলে ক্রমাগত যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আগামি ২৪ ঘণ্টায়

শেষ ২৫ বছরে সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে সেপ্টেম্বর মাসে। আর সেই বৃষ্টিপাতের জেরে একাধিক স্থানে জল জমেছে শহরের। জুলাই, অগাস্ট মাসে সেভাবে বৃষ্টি না হওয়াতে বেশ চাপে ছিল সরকার থেকে শুরু করে রাজ্যবাসি। কারন চাষ থেকে শুরু করে তাপমাত্রা। একটা সময় বৃষ্টিপাতের ঘাটতির পরিমান ৪৯ শতাংশে গিয়ে দাড়ায়। তবে সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাতের ফলে অনেকটা স্বস্তিতে রাজ্যবাসি। আগামি ২৪ ঘণ্টা জুড়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে নিন্মচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর জেরেই রাজ্যে বৃষ্টিপাত।