আলিয়া ভাটকে নিয়ে ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়
কাপুর পরিবারে সেলিব্রেশানে যোগ দিলেন আলিয়া ভাট। ক্যান্সারের সাথে দীর্ঘদিন লড়াইয়ে প্রায় এক বছর পর নিউইয়র্ক থেকে মুম্বাই ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর। ঋষি কাপুরের নিজের বাড়িতে ফিরে আসার আনন্দে রানবির এবং ঋদ্ধিমা তাদের বাড়িতে বিশেষ সেলিব্রেশানের আয়োজন করেন। এই সেলিব্রেশানে যোগ দিতেই মাঝ রাতে সেখানে পৌছায় কাপুর পরিবারের হবু সদস্য আলিয়া ভাট। এবং বেরিয়ে যাওয়ার সময় পাপারৎজির ক্যামেরায় বন্দি হন তিনি। এবার শুরু হল আলিয়া ভাটকে নিয়ে নেটিজেনদের