বাংলা ব্যান্ড। কিছুটা রক্স গান পছন্দ করলেও ফোক এবং ভাটিয়ালি গানের যে শ্রোতা, তা কিন্তু কোনও দিনই কমেনি। তবে কমেছে এই গান নিয়ে চর্চা করা ব্যান্ডের সংখ্যা। দোহার। বাংলা ব্যান্ডের এক অন্যতম সেরা ব্যান্ডের মধ্যে পরে।
২০ বছর পূর্তি উপলক্ষ্যে দোহারের বিশেষ নিবেদন “বহুসুর বহুস্বর”- লোকায়ত নাগরিক বাঁধো পরস্পর। ভাইয়াইয়া গানের কর্মশালা নিয়েই দোহারের এবার এই বিশেষ কর্মসূচী।
তবে এবারের ভাইয়াইয়া গানের কর্মশালা পরিচালনা করবেন কিংবদন্তী শিল্পী শ্রীমতী আয়েষা সরকার এবং গবেষক শ্রী জয়ন্ত বর্মণ।
১৪ এবং ১৫ সেপ্টেম্বর পালন করা হবে এই বিশেষ কর্মসূচী।