ফের আগুন লাগল শ্যুটিং সেটে
বুধবার ১২.৩০ নাগাদ মুম্বাইয়ের গুরগাওয়ে ফিলিস্তান স্টুডিওতে হটাৎ আগুন লেগে যায়। সেই স্টুডিওতে ১৯৯৫ সালে সুপার হিট হিন্দি ছবি কুলি নাম্বার ওয়ানের রিমিকের শ্যুটিং চলছে। যেখানে অভিনয় করতে দেখা যাবে বারুন ধাওয়ান এবং সারাআলি খানকে। শ্যুটিং সেটে আগুন লাগার সময় সেখানে উপস্থিত ছিলেন ১৫ জন কর্মী। আগুন লাগার ঘটনা নজরে আসতে তারা ততজলদি দমকল এবং থানায় খবর দেন। সঠিক সময় দমকল পৌঁছে শ্যুটিং সেটে লাগা আগুনকে নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব