September 11, 2019

ফের আগুন লাগল শ্যুটিং সেটে

বুধবার ১২.৩০ নাগাদ মুম্বাইয়ের গুরগাওয়ে ফিলিস্তান স্টুডিওতে হটাৎ আগুন লেগে যায়। সেই স্টুডিওতে ১৯৯৫ সালে সুপার হিট হিন্দি ছবি কুলি নাম্বার ওয়ানের রিমিকের শ্যুটিং চলছে। যেখানে অভিনয় করতে দেখা যাবে বারুন ধাওয়ান এবং সারাআলি খানকে। শ্যুটিং সেটে আগুন লাগার সময় সেখানে উপস্থিত ছিলেন ১৫ জন কর্মী। আগুন লাগার ঘটনা নজরে আসতে তারা ততজলদি দমকল এবং থানায় খবর দেন। সঠিক সময় দমকল পৌঁছে শ্যুটিং সেটে লাগা আগুনকে নিয়ন্ত্রনে নিয়ে আসা সম্ভব

এবার পুজোয় আসতে চলেছে মিতিন মাসি

পুজোতে এবার নতুন রুপে দর্শকদের সামনে হাজির হলেন কোয়েল মল্লিক। দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দর্শকদের সামনে নিয়ে এল মিতিন মাসির অফিশিয়াল ট্রেলার। প্রয়াত লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি বইয়ের পাতা থেকে এবার সরাসরি এবার বড় পর্দায়। যার পরিচালনা করছেন অরিন্দম শীল। গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কোয়েল মল্লিককে। যেখানে কিছু অ্যাকশানের ছবিতে দেখা যাবে তাঁকে। ট্রেলারে দেখা যাচ্ছে স্কুল থেকে ফেরার সময় অপহৃত হয় অবাঙালি পরিবারের সন্তান রৌনক। হুমকি

২০ বছর পূর্তি বাংলা ব্যান্ড দোহারের

বাংলা ব্যান্ড। কিছুটা রক্স গান পছন্দ করলেও ফোক এবং ভাটিয়ালি গানের যে শ্রোতা, তা কিন্তু কোনও দিনই কমেনি। তবে কমেছে এই গান নিয়ে চর্চা করা ব্যান্ডের সংখ্যা। দোহার। বাংলা ব্যান্ডের এক অন্যতম সেরা ব্যান্ডের মধ্যে পরে। ২০ বছর পূর্তি উপলক্ষ্যে দোহারের বিশেষ নিবেদন “বহুসুর বহুস্বর”- লোকায়ত নাগরিক বাঁধো পরস্পর। ভাইয়াইয়া গানের কর্মশালা নিয়েই দোহারের এবার এই বিশেষ কর্মসূচী। তবে এবারের ভাইয়াইয়া গানের কর্মশালা পরিচালনা করবেন কিংবদন্তী শিল্পী শ্রীমতী আয়েষা সরকার

রেকর্ড করেও হার গেইলের দলের

ক্রিস গেল। ব্যাট হাতে যেকোনো সময় ঝড় তুলতে পারে এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। বোলারদের বিরুদ্ধে তাঁর ধ্বংসলীলা নতুন কিছু নয়। বিশেষ করে টি-২০ ক্রিকেটে। তাঁর ব্যাটের ঝড়ে একাধিক ম্যাচে সহজ জয় পেয়েছে তাঁর দল। এবার আবার নতুন রেকর্ড গেইলের। ১১৬ রান করতে মাত্র ৬২ বল খেললেন তিনি। আর এই ৬২ বলের মধ্যে ১০ টি ছক্কা হাঁকালেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা থালাওয়াসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন তিনি।