বলিউডের একাধিক অভিনেতার সমালোচনাকারীর পাক অভিনেত্রীর সাথে ছবি তুললেন নিক জনাস

বলিউডের একাধিক অভিনেতার সমালোচনাকারীর পাক অভিনেত্রীর সাথে ছবি তুললেন নিক জনাস

সমালোচককারী পাকিস্তানি অভিনেত্রী মেইউইশ হায়াত নিক জনাসের সঙ্গে একটি ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি ক্যাপশেন দেন দেখুন কার সাথে ইউ এস অপেনে দেখা হয়ে গেল।

শুক্রবার নিউইয়র্কের আর্থার অ্যাষ স্টেডিয়ামে রাফায়েল নাদালের খেলা দেখতে গিয়েছিলেন নিক। নিউইয়র্কে ছুটি কাটানোর জন্য মেইউইশ খেলা দেখতে যান রাফায়েল নাদালের। এবং সেখানে গিয়ে দেখা হয়ে যায় নিকের সঙ্গে। এবং তারা একটি ছবি তোলেন। সেখানে প্রিয়াঙ্কা উপস্থিত ছিলেন না। কারন প্রিয়াঙ্কা ব্যস্ত ছিলেন টোরন্টোয়ে স্কাই ইস পিঙ্কে ছবির জন্য। কিছুদিন আগেই প্রিয়াঙ্কা চোপড়া জয়হিন্দ ট্যুইটের তীব্র সমালোচনা করেন এই পাক অভিনেত্রী মেইউইশ হায়াত।

প্রিয়াঙ্কার বিরুদ্ধে যুদ্ধের প্ররোচনা দিচ্ছেন বলে অভিযোগ করেন। যার ফলে রাষ্ট্রসঙ্গে অ্যাম্বাসেডর পদ থেকে সরানোর দাবি জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে প্রিয়াঙ্কা বলেন ” আমি যুদ্ধ পছিন্দ করিনা, কিন্তু আমি দেশ প্রেমি”। এখানেই তার শেষ নয় প্রিয়াঙ্কার পর তোপের শিকার হয় শাহরুখ খান এবং আলিয়া ভাট। পাক অভিনেত্রীর গাওয়া প্রাডা পাকিস্তানি একটি গান থেকে নকল করা হয়েছে। আবার অন্যদিকে শাহরুখ খানের ওয়েব সিরিজ বার্ড অফ ব্লাড নিয়ে পাকিস্তানের বিরোধী বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *