বিস্ফোরক অভিযোগ করলেন টোয়ালাইট খ্যাত নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট। তাঁর যৌন চাহিদা অর্থাৎ সেক্সুয়ালিটি সামনে না এলেই তিনি মারভেলের ছবিতে সুযোগ পেতে পারতেন, এমনটাই অভিযোগ করলেন এই নায়িকা।
ক্রিস্টেন স্টুয়ার্ট এক সাক্ষাৎকারে জানান যে ” আমাকে বলা হয়েছিল যে যদি আপনি আপনার গার্ল ফ্রেন্ডের হাত ধরে রাস্তায় চলাফেরা না করেন, তাহলে আপনি ছবিতে সহজেই সুযোগ পেতে পারেন’। কিন্তু আমি সেরকম মানুষের সাথে কাজ করতে চাইনা”।
প্রসঙ্গত যে বেশ কিছু বছর আগে প্রকাশ্যে তিনি জানান যে তিনি লেসবিয়ান। এবং একাধিক বার তাঁর গার্ল ফ্রেন্ডের সাথে তাঁকে ঘুরতে দেখা গেছে। এবং এই ব্যাপারে অর্থাৎ তাঁর সম্পর্কের ব্যাপারে তিনি যে কারও মন্তব্য পছন্দ করতেন না তা আগেই জানিয়েছেন।
তিনি এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে টোয়ালাইট এর কথা তুলে ধরেন। তিনি জানান যে সেই সময় রবার্ট প্যাটিন্সনের সাথে ডেট করতেন।