ফিল্ম ডেস্কঃ অনি আর রঞ্জা। দুই বন্ধু। আর এই দুই বন্ধুর প্রেম নিয়েই লাভ স্টোরি। ছোট বেলা থেকেই একে অপরকে চেনে। অনি অর্থাৎ বনি আর রঞ্জা অর্থাৎ ঋত্বিকা। এই দুজনকে ফের একসাথে দেখা যাবে লাভ স্টোরিতে।
বন্ধুত্ব থেকে প্রেম তারপর ভালবাসা এবং হিংসা, সবই দেখা যাবে এই ছবিতে। সুরিন্দর ফিল্মসের ব্যানারে তৈরি ছবিটির পরিচালনা করেছেন রাজিভ কুমার। প্রধান চরিত্রে বনি এবং ঋত্বিকা। ছবিতে মিউসিক দিয়েছেন স্যাভি।