সত্যজিৎ রায়ের অনেক অজানা গল্পের স্বাদ পেতে নতুন ওয়েব সিরিজ অচেনা মানিক
সুমিত, কলকাতাঃ পথের পাঁচালি, অপুর সংসার, সোনার কেল্লা, হীরক রাজার দেশে, চারুলতা, মহানগর। এই ছবি গুলির কথা বললে সবার আগে কি মাথায় আসে আমাদের বলুন তো? সত্যজিৎ রায়। তাঁর অসাধারন কাজের তালিকা। আর খুব সহজ করে বললে উইকিপিডিয়াতে গিয়ে সাধারন মানুষ তাঁর নোটেবেল কাজের তালিকাতে পাবে। তবে বলুন তো এই এই অসাধারন কাজের স্বাক্ষি কি? সোনার কেল্লা থেকে শুরু করে হীরক রাজার দেশে। যেসব ছবি বানানো হয়েছিল তাঁর একাধিক অভিনেতা