এসি কেনা নিয়ে সাংসারিক ঝামেলা? আসছে নতুন ছবি 3 star split

এসি কেনা নিয়ে সাংসারিক ঝামেলা? আসছে নতুন ছবি 3 star split

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গে কটা ঋতু বলুন তো? ছোটবেলা থেকে পরে আসছে মানুষ যে ঋতু ছয়টি। তবে ঋতু এখন চারটি গ্রীষ্ম, বর্ষা, শরত, শীত। আর এই চারকালের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য গরমকালের। মানুষের প্রান ওষ্ঠাগত। আর এই গরমকাল এখন বলতে গেলে বছরের চার মাস হাত গুনে বাদ দিয়ে বাকিটাই। শীত হয়ত হাতে গুনে দুমাস। তারমধ্যে হয়ত মাস খানেক সত্যিকারের শীত অনুভুতি হয়।

সুতরাং গরমের দাপট থেকে বাঁচতে মানুষ এখন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, অর্থাৎ এসি কিনছে। আর কিনবেই না বা কেন বলুন তো? পারদ যখন ৪০ ডিগ্রী মানুষের তখন কি নাজেহাল অবস্থা হয়। ঠিক সেরকমই মানুষের এই নাজেহাল অবস্থা থেকে বাঁচতে এসি কিনে থাকে।

তবে একটা কথা ভেবে দেখেছেন যে এই এসি মানুষের কত ক্ষতি করে থাকে। অর্থাৎ এসির ভিতরে থাকা ক্লরফ্লুর কার্বন হল এক মারনদায়ি গ্যাস। যা পৃথিবীর উষ্ণতা বাড়ানর এক অন্যতম কারন।

এই সকল বিষয় মাথায় রেখে নতুন বাংলা ছবি আসতে চলেছে। ছবির নাম থ্রি স্টার স্প্লিট। যেখানে অংশুমান এবং কমলিকার দাম্পত্য জীবনের কাহিনী তুলে ধরেছেন পরিচালক শিবরাজ শর্মা। অংশুমান অর্থাৎ রজতাভ দত্ত জানান যে “ বিশ্ব উশ্নায়ন মানুষ বেশ চিন্তিত, তাঁর কিছুটা দেখা যাবে এই ছবিতে”। অংশুমানের স্ত্রীর ভূমিকায় আছেন অপরাজিতা আড্ড্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *