নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর কে না হতে চায় বলুন তো? ৮ থেকে ৮০ সকলেই গ্ল্যামারাস হওয়ার জন্যে একাধিক কাজ করে থাকে। তবে কেউ কেউ নিজের বিউটি টিপস ফাস করলেও, কেউ কেউ তা করতে চাননা। তবে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আজকাল মানুষ চর্চা করে থাকে। কেউ কেউ তা না করে শুধু মুখের চর্চা করে থাকেলও অধিকাংশ মানুষ কিন্তু আজকাল মাথার চুল থেকে শুরু করে পায়ের পর্যন্ত চর্চা করে থাকে। মাথার চুলের চর্চা অনেকের জানা থাকলেও পায়ের সৌন্দর্য বা নিজের পা কে কিভাবে সুন্দর করে তুলবে হবে তা অজানা। অনেকেই বেশিরভাগ সময় পার্লারে গিয়ে প্রচুর অর্থ খরচ করে থাকে। তবে ঘরে বসে কিছু আয়ুর্বেদিক টিপস জানা থাকলেই বেশি খরচ করতে হয়না, এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই পাশাপাশি ভীষণ কার্যকারী হয় তা।
আবার আয়ুর্বেদিক বা ন্যাচেরাল জিনিস দিয়ে নিজের রূপচর্চা করলে সেটাও কম কিসের? তবে অনেকেই সময়ের অভাবে ঘরে বসে ন্যাচেরাল জিনিস বানাতে চাননা। দোকান থেকে ভালো প্রোডাক্ট কিনে ব্যবহার করতে চান।
এরকম মানুষের কথা ভেবেই জিসা গুপ্তার প্রোডাক্ট বেশ ভালোই নাম করেছে। মাত্র ১৮ বছর বয়েস থেকে জিসা আয়ুর্বেদিক বা ন্যাচেরাল জিনিস নিয়ে প্র্যাক্টিস করে আসছেন। তাঁর প্রোডাক্টের ফলে উপকারি হয়েছেন প্রচুর মানুষ। প্রাকৃতিক উপায়ে তৈরি তাঁর প্রোডাক্ট চুল থেকে শুরু করে স্কিন এবং সৌন্দর্য বাড়াতে বেশ সাহায্য করেছে। তারই এই প্রোডাক্ট লঞ্চ হয়ে গেল কলকাতার প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন অভিনেত্রী অপরাজিত আড্ড্য।