আড্ডা প্রেমি মানুষদের জন্য নতুন ছবি আড্ডা
ফিল্ম ডেস্কঃ আড্ডা। এমন বাঙালি আছে যার আড্ডা দিতে ভালো লাগেনা? সত্যি বাঙালি যে আড্ডা প্রিয়, তা আর আলাদা করে বলতে হয়না। চায়ের দোকান থেকে শুরু করে পাঁচ তারা হোটেল। বাঙালির আড্ডা সব জায়গায়তেই চলে। তবে আড্ডার বিষয় কি? বাঙালির আড্ডা দেওয়ার জন্য কোনও বিষয় লাগেনা। হিমালয় থেকে শুরু করে হাড় হিম করা ভূতের গল্প। যেকোনো বিষয় হতে পারে। তবে সেই আলোচনার বিষয়ের মধ্যে থেকেই যে গল্প বেরোতে পারে, আর