স্পোর্টস ডেস্কঃ রায় আগেই ঘোষণা হয়ে গেছিল। ট্রফি হাতে তোলা ছিল শুধু সময়ের অপেক্ষা। ইস্টবেঙ্গল মাঠে সমর্থকদের বিশৃঙ্খলার জন্য জি বাংলা ফুটবল লিগের পরিসমাপ্তি ঠিকমতো হতে পারেনি। তাই মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলকেই জয়ী ঘোষণা করেছিল আই এফ এ। বুধবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের হাতে ট্রফি তুলে দেওয়া হল জি বাংলার পক্ষ থেকে।
উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আই এফ এ সচিব জয়দ্বিপ মুখোপাধ্যায়, সর্বভারতীয় ফুটবল ফেডারেশানের সিনিয়র ভায়েস প্রেসিডেন্ট সুব্রত দত্ত। ই এম বাইপাস সংলগ্ন একটি হোটেলে জি বাংলা প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দলের হাতে ট্রফি তুলে দেন। পুরস্কার মূল্য স্বরুপ ৪০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় দুই দলের হাতে।
লিগের সর্বচ্চ গোল দাতার পুরষ্কারটি পান মোহনবাগানের শুভ ঘোষ। গোল্ডেন গ্লাভস তুলে দেওয়া হয় বর্ধমান ড্রিবলার্সের কেশব ধারার হাতে। ২০১৯ এর সেরা ফুটবলার নির্বাচিত হন ইস্টবেঙ্গলের দীপ সাহা। তাঁর হাতে গোল্ডেন বল তুলে দেন আয়োজকরা। ট্রফি ছাড়াও এই তিন ফুটবলারের হাতে তুলে দেওয়া হয় তিন লক্ষ টাকার চেক।