রবীন্দ্র প্রেমি মানুষদের জন্য নতুন ছবি “শেষের গল্প”

রবীন্দ্র প্রেমি মানুষদের জন্য নতুন ছবি "শেষের গল্প"

সুমিত, কলকাতাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। কবিতাটি পড়া হয়নি এমন রবীন্দ্র প্রেমি মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। তবে এবার রবি ঠাকুরের শেষের কবিতা নিয়ে মুক্তি পেতে চলেছে শেষের গল্প। প্রধান চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মমতা শঙ্কর। এছাড়াও খরাজ মুখোপাধ্যায়, পল্লভি চট্টোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, দুর্গা সাঁতরার মতো অভিনেতা অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে।

প্রধান চরিত্র অর্থাৎ অমিত রায় এর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং লাবণ্যের ভূমিকায় মমতা শঙ্কর। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা নিয়ে এবং না বলা অনেক অংশ নিয়েই আসছে “শেষের গল্প”। নবাগত জিত চক্রবর্তীর প্রথম ছবি এটি।

লাবন্যের ভূমিকা পেয়ে ভীষণ আপ্লূত অভিনেত্রী মমতা শঙ্কর। কারন তিনি শেষের কবিতা পড়ার পর নিজেকে লাবন্য ভাবতে শুরু করেছিলেন। এবং তাঁর স্বামি চন্দ্রদয়ের অনুরোধেই শেষের কবিতা পড়েছিলেন। তারপর থেকেই নিজেকে লাবণ্য ভাবা শুরু এই প্রবাদ প্রতিম অভিনেত্রীর। বয়েস বাড়লেও যে নিজের মনের বয়েস বাড়তে দেননি তিনি তা তাঁর কথাতেই স্পষ্ট। এবং তিনি অমিত রে এর ভূমিকায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে কল্পনা করে এসেছিলেন এতোদিন। তাই এরকম একটা জুটির অভিনয় যে সকলের ভালো লাগবে তা বলাই বাহুল্য। এছাড়াও বহু বছর পর মমতা শঙ্করকে এই ছবিতে খুব অল্প সময়ের জন্য নাচতে দেখাযাবে।

স্বস্তিকা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ছবির মিউসিক দিয়েছেন জয় সরকার। ছবিতে একটি রবীন্দ্র সংগীত ও রয়েছে যেটি লোপামুদ্রা মিত্রের গাওয়া। এছাড়াও নচিকেতা, রুপঙ্কর এবং সোমলতা আচার্য এর মতো গায়কের গান শোনা যাবে এই ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *