দেশের সীমানা ছাড়িয়ে কণ্ঠ এবার রিলিজ করল বিদেশেও। অ্যামেরিকার ১৪ টির ও বেশি জায়গায় রিলিজ করেছে এই বাংলা ছবিটি। ক্যালিফোর্নিয়ার তিনটিরও বেশি জায়গায় মুক্তি পেয়েছে ছবিটি। উইন্ডোস প্রোডাকশনের ব্যানারে তৈরি ইতিমধ্যেই মালায়ালাম ভাষাতেও রিলিজ করার ছাড়পত্র জোগাড় করেছে। তবে এই প্রথম নয় এর আগেও এই প্রোডাকশনের ব্যানারে তৈরি একাধিক ছবি একাধিক ভাষায় রিলিজ করেছে। বিশেষ করে প্রাক্তনের মতো ছবি, ২০১৬ সালে রিলিজ করা এই ছবিটি হিন্দি ভাষাতেও রিলিজ করেছিল।
কণ্ঠ ইতিমধ্যেই সারা ফেলেছে বাংলা সহ গোটা ভারতবর্ষে। তামাক সেবনের বিরুদ্ধে সবসময় বিভিন্ন সেমিনার থেকে শুরু করে বিজ্ঞাপন আমাদের চোখে পড়েছে। এই প্রথম কোনও ছবি যা তামাক সেবনের ক্ষতিকারক দিককে তুলে ধরেছে। পাশাপাশি ক্যান্সার রোগীদের কাছে লড়াই করে বেচে থাকার এক ম্যাসেজ ও বলা যেতে পারে।
উইন্ডোস প্রডাকশনের ব্যানারে তৈরি পাওলি দাম এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত ছবি “কণ্ঠ”। পরিচালনায় শিবপ্রসাদ-নন্দিতা রায় জুটি।
কর্কট রোগের অন্যতম কারন হল ধূমপান। এবং একজন মানুষ যার রুটি রোজগারের প্রধান উপায় তার কথা বা তার কণ্ঠ যে কতটা প্রয়োজন সেটা বোঝাতেই কণ্ঠ। যেখানে রেডিও জকির ভূমিকায় অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
১০ মে মুক্তি পেয়েছে এই ছবি। যেখানে শিবপ্রসাদ, পাওলি দাম ছাড়াও দেখাগেছে ওপার বাংলার অভিনেত্রী জয়া এহসানকে।