চলতি মরশুমে দারুন ফর্মে লিওনেল মেসি। পি এফ এ ফুটবলার অফ দ্য ইয়ার থেকে শুরু করে গোল্ডেন শ্যু জিতে নিয়েছেন এল এম টেন। এছাড়াও একাধিক প্রেস্টিজিয়াস পুরস্কার পাবেন বলে আসা অনেক ফুটবল বিশেষজ্ঞের। তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে একাধিক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে তাঁর পারফরম্যান্স ভালো থাকলেও ফাইনালে পৌছাতে পারেনি বার্সেলোনা। তবে তাঁর ফলেও পিছিয়ে নেই মেসি। এই মরশুমেও তিনি জিততে পারেন ব্যালন ডি ওর। তবে এবছরে মেসির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো নয়। ভ্যান ডিক এবং সালাহ এর মতো প্লেয়ার।
রোনাল্ডো প্রতিদ্বন্দ্বী নয় এমরশুমে। শেষ মরশুমে রোনাল্ডোর মুখোমুখি হননি মেসি। কারন রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার পর আর তাদের মুখোমুখি হওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ থাকলেও জুভেন্তাস আয়াক্সের কাছে হেরে ফিরতে হয়, ফলে আর সুযোগই তৈরি হয়নি। তবে এখনও মেসির মুখোমুখি হওয়ার পাশাপাশি মেসিকে টেক্কা দিতে চান সি আর সেভেন। আর সেই কারনেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রস্তাব তাঁর কাছে থাকেলও তিনি প্রত্যাখ্যান করেছেন বলে খবর আন্তর্জাতিক ফুটবল সূত্রের। কারন সামনের মরশুমে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেনা। ফলে ম্যান ইউ তে যেতে রাজি হননি রোনাল্ডো।