কবে অবসর ঘোষণা করবেন মেসি? জানালেন স্বয়ং

কবে অবসর ঘোষণা করবেন মেসি? জানালেন স্বয়ং

২০১৮-১৯ মরশুমে বার্সেলোনার জার্সি গায়ে মেসি শুধু লা লিগা জিততে পেরেছে। ত্রিমুকূট জয়ের সুযোগ থাকলেও জিততে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে লিভেরপুলের কাছে ৪-০ গোলে হেরে মুখ পোড়াতে হয়েছিল তাদের। আর কোপা দেল ড়ে ম্যাচে বার্সাকে ১-৩ গোলে হারতে হয়েছে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।

তবে প্রতি ম্যাচেই মেসির পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। ফলে তাঁর পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি। কিছুদিন পরেই কোপা অ্যামেরিকা ম্যাচ। সেখানে মেসিকে খেলতে হবে একগুচ্ছ নতুন মুখ নিয়ে। তবে চাপের কোনও কারন নেই, কারন আগুয়েরোর, ডি মারিয়ার মতো প্লেয়ার রয়েছে।

আর এরই মধ্যে মেসির অবসর নিয়ে তাঁর নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। তিনি জানান যে ” যেদিন ফুটবলে আর আনন্দ পাবনা সেদিন আর ফুটবলটা খেলবো না”। তবে এতে ভয়ের কোনও কারন নেই। বর্তমানে দারুন ছন্দে রয়েছেন এল এম টেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *