June 4, 2019

পুরনো ক্লাবে যোগ দিতে রাজিনন রোনাল্ডো। কিন্তু কেন?

চলতি মরশুমে দারুন ফর্মে লিওনেল মেসি। পি এফ এ ফুটবলার অফ দ্য ইয়ার থেকে শুরু করে গোল্ডেন শ্যু জিতে নিয়েছেন এল এম টেন। এছাড়াও একাধিক প্রেস্টিজিয়াস পুরস্কার পাবেন বলে আসা অনেক ফুটবল বিশেষজ্ঞের। তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে একাধিক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর পারফরম্যান্স ভালো থাকলেও ফাইনালে পৌছাতে পারেনি বার্সেলোনা। তবে তাঁর ফলেও পিছিয়ে নেই মেসি। এই মরশুমেও তিনি জিততে পারেন ব্যালন ডি ওর। তবে এবছরে মেসির

লিভেরপুল সমর্থকরা ধর্ম পরিবর্তন করতে চান। কিন্তু কেন?

টটেনহামকে ০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে লিভারপুল। শেষ মরশুমে ফাইনালে উঠলেও রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে ফিরতে হয় তাদের। এই মরশুমের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারতে হয় তাদের। তবে হেরে গেলেও হাল ছাড়তে রাজি ছিলনা লিভারপুল কোচ সহ প্লেয়াররা। দ্বিতীয় লেগের ম্যাচে তারা বার্সাকে নাকানিচোবানি খাইয়ে ৪-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। ফাইনালে পৌঁছে যথেষ্ট টেনশনে ছিল ক্লপ বাহিনী। কারন মোহঃ সালাহর চোট। তবে সব চোট আঘাত

কবে অবসর ঘোষণা করবেন মেসি? জানালেন স্বয়ং

২০১৮-১৯ মরশুমে বার্সেলোনার জার্সি গায়ে মেসি শুধু লা লিগা জিততে পেরেছে। ত্রিমুকূট জয়ের সুযোগ থাকলেও জিততে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে লিভেরপুলের কাছে ৪-০ গোলে হেরে মুখ পোড়াতে হয়েছিল তাদের। আর কোপা দেল ড়ে ম্যাচে বার্সাকে ১-৩ গোলে হারতে হয়েছে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। তবে প্রতি ম্যাচেই মেসির পারফরম্যান্স ছিল নজর কাড়ার মতো। ফলে তাঁর পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি। কিছুদিন পরেই কোপা অ্যামেরিকা ম্যাচ। সেখানে

ব্যাক্তিগত জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ মেসির

পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রফেশানাল লাইফে যথেষ্ট সাকসেসফুল লিওনেল মেসি। ২০১৮-১৯ মরশুমে একাধিক পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। তবে কিছু আক্ষেপ রয়েগেছে মেসির। এবং ভবিষ্যতেও হয়ত থেকে যাবে। কারন একাধিক অসফলতা। যেমন চলতি মরশুমে ত্রিমুকূট জয়ের সুযোগ থাকলেও সেই সুযোগ হাতছাড়া হয়েছে তাঁর। এছাড়াও দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত কোনও পুরস্কার জিততে পারেননি তিনি। কোপা অ্যামেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবলেও। তবে তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ঠিক তেমনই