এই তিন তারকা ক্রিকেটারকে নিয়ে নতুন শর্ট নাম

এই তিন তারকা ক্রিকেটারকে নিয়ে নতুন শর্ট নাম

জি এস টি। ভারতবর্ষের একাধিক মানুষের কাছে এক আতঙ্কের বিষয় হয়েছিল একটা সময়। একাধিক রাজনৈতিক দল এর বিরোধিতা করেছিল। তবে আজ সবাই চুপ। কেন্দ্র এবং রাজ্য দুই পক্ষই আজ সুবিধা পাচ্ছে এর ফলে। জি এস টি এর সম্পূর্ণ অর্থ কি? অনেকেই খুব সহজেই বলে দেবে যে গুডস এবং সার্ভিস ট্যাক্স।

এতো গেল ব্যবসায়িক অর্থ। এটির আরও একটি অর্থ আছে ক্রিকেট ভক্তদের কাছে। তা হল গাঙ্গুলি সেহভাগ তেন্দুল্কার। একটা সময়ের ভারতের ক্রিকেট দল বোঝাতে যাদের বোঝাতো। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরেন্দ্র সহভাগ এবং সচিন তেন্দুল্কার।

সেসব এখন অতীত। তবে সেই পুরনো দিনের কথা আবারও মনে করাল ২০১৯ বিশ্বকাপ। এই বিশ্বকাপের মঞ্চে এই তিন তারকাকে দেখা যাচ্ছে ধারা ভাষ্যকারের রুপে। আর তিনজনকেই একসাথে পাওয়া গেল। আর এই তিনজনের ধারাভাষ্য দেওয়ার মধ্যেই নস্টালজিয়ায় ভুগলেন। সেই নস্টালজিয়ার কথা স্মরন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিরেন্দ্র সহভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *