কিছু দিন পরেই কোপা অ্যামেরিকা। আর্জেন্টিনা, কলোম্বিয়া সহ মাঠে নামবে ব্রাজিলের মতো বিশ্বজয়ী দল। আর তার আগেই বিপত্তি। ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার দ্য সিল্ভার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ।
কিছুদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে। এক হোটেলে তিনি নাকি এক শিক্ষিকাকে ধর্ষণ করেছেন। যদিও তা এখনও প্রমান হয়নি। এবার ঠিক সেরকমই অভিযোগ উঠল নেইমারের বিরুদ্ধে।
ব্রাজিলের এক অজ্ঞাত মহিলার সাথে ইন্সটাগ্রাম মারফৎ যোগাযোগ হয় নেইমারের। আর তারপরে নেইমার তাকে নাকি প্যারিসে আসতে বলে। কথামত সেই মহিলা প্যারিসে যান। আর সেখানে এক হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে নেইমার। এমনটাই খবর ব্রাজিলের সংবাদমাধ্যম মারফৎ।
তবে নেইমারের বাবা নেইমার স্যান্টস জানান যে ” নেইমারের সাথে সেই মহিলার দেখা হয়েছিল, কিন্তু তারপরে তাকে ছেড়ে দেন নেইমার। এবং নেইমারকে ফাঁসানোর জন্যই নাকি ছক কষছে সে, নেইমারের থেকে টাকা নেওয়ার জন্য।
নেইমারের বাবা জানান যে ” নেইমারের বিরুদ্ধে অভিযোগ থাকলেও নেইমারের সব প্রমান তথ্য ইতিমধ্যেই তিনি তার উকিলকে দিয়েছেন”। অভিযোগকারী মহিলা মার্চ মাসের ১৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত প্যারিসেই ছিলেন। আগের শুক্রবার তিনি অভিযোগ করেছেন।