একাধিক প্লেয়ারকে কিনতে ঝাঁপাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফলে তারা একাধিক প্লেয়ারকে ছাড়তে চলেছে। তাদের পারফরম্যান্সের কমতির কারন থাকার পাশাপাশি নিজেদের ফান্ডকে মজবুত করতে তাদের এই সিদ্ধান্ত।
ফলে এই মরশুমে তাদের একাধিক প্লেয়ার চায়নার যেকোনো ক্লাবে যোগ দিতে পারে।
তবে একাধিক প্লেয়ার ক্লাব ছাড়লেও র্যামোসের মতো প্লেয়ার ক্লাব ছেড়ে যাবেননা। মার্কো আসেন্সিয়ো এবং বেলের মতো প্লেয়ার প্রিমিয়ার লিগে ক্লাবে যাবেন বলে ধরে নেওয়া যেতেই পারে। ক্লাব ছাড়া তাদের কাছে এখন শুধু সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে আসেন্সিয়ো চেলসি এবং বেল টটেনহাম বা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন।
তবে এর মধ্যেই রিয়াল কোচ জিদান র্যামোস সহ ১৮ জন তালিকা প্রকাশ করেছেন, তাদের সবাইকে ক্লাবে রেখে দেবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন।