নেইমারকে কিনতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে বার্সেলোনা। যার ফলে বার্সা তাদের দুই তারকা প্লেয়ারকেও বিক্রি করতে পিছ পা হচ্ছেনা। কৌতিনহো এবং দেম্বলের বদলে নেইমারকে কিনতে এগিয়ে রয়েছে বার্সেলোনা।
অন্যদিকে নেইমারকে কিনতে ঝাঁপালো রিয়াল মাদ্রিদ। তারা ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চায়। দুই মরশুম আগে রেকর্ড অর্থে বার্সেলোনা ছেড়ে পি এস জিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের এই ওয়ান্ডার কিড। নেইমারের সাপ্তাহিক বেতন ১.৩৫ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি মাদ্রিদের এই ক্লাবটি। নতুন ভাবে দল সাজাতে রিয়াল প্রচুর অর্থ খরচ করবে তা জানা কথা।
শুধু নেইমার নয় রিয়ালের চোখ রয়েছে এম্বেপে এবং হ্যাজার্ডের মতো প্লেয়ারের দিকেও। হ্যাজার্ডকে কিনতে তারা ১০০ মিলিয়ন পাউন্ড ইতিমধ্যেই দাম দিয়েছেন। একাধিক তারকা প্লেয়ারের দিকে তাদের চোখ থাকলেও মার্কো আসেন্সিয়ো এবং গ্যারেথ বেলকে এই মরশুমে তারা ছাড়তে পারেন।