June 1, 2019

বার্সেলোনায় খুশির হাওয়া

২০১৮-১৯ মরশুমে বার্সেলোনার ত্রিমুকুট প্রাপ্তি হয়নি। লা লিগা জিতলেও কোপা দেল ড়ে এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারতে হয়েছে। যার ফলে বেশ ক্ষিপ্ত বার্সেলোনার একাধিক প্লেয়ার। ফলে সামনের মরশুমে বার্সাকে ঢেলে সাজানোর কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতেমেউ। সব ঠিক থাকলে সামনের মরশুমে বার্সেলোনায় যোগ দেবেন অ্যান্টোয়নে গ্রিজম্যান। এই মরশুমে বার্সায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তবে একাধিক কারন থাকায় বার্সায় যোগ দিতে পারেননি তিনি। তবে গ্রিজম্যান বার্সায় যোগ দেওয়ার

প্রাক্তন বার্সেলোনা তারকা কিনতে ঝাঁপাচ্ছে রিয়াল মাদ্রিদ

নেইমারকে কিনতে ইতিমধ্যেই ঝাঁপিয়েছে বার্সেলোনা। যার ফলে বার্সা তাদের দুই তারকা প্লেয়ারকেও বিক্রি করতে পিছ পা হচ্ছেনা। কৌতিনহো এবং দেম্বলের বদলে নেইমারকে কিনতে এগিয়ে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে নেইমারকে কিনতে ঝাঁপালো রিয়াল মাদ্রিদ। তারা ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে চায়। দুই মরশুম আগে রেকর্ড অর্থে বার্সেলোনা ছেড়ে পি এস জিতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের এই ওয়ান্ডার কিড। নেইমারের সাপ্তাহিক বেতন ১.৩৫ মিলিয়ন পাউন্ড দিতেও রাজি মাদ্রিদের এই ক্লাবটি। নতুন ভাবে দল সাজাতে

নতুন একটা মেসি আসতে দুই থেকে তিন দশক সময় লেগে যাবে

ফুটবলটা ছেড়েছেন অনেকদিন হল। তবে ফুটবলের জগতটা ছেড়ে যাননি। ফুটবলের পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। তিনি ব্রাজিলিয়ন রোনাল্ডো। ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর অন্যতম দাবিদার তিনি। ব্রাজিলের এক সাক্ষাৎকারে তিনি জানান যে ” মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়, মেসির মতোন একজন প্রতিভা পেতে ২০-৩০ বছর সময় লেগে যাবে’। মেসি ছাড়াও আমার বেশ আরও কিছু প্লেয়ারের খেলা বেশ ভালো লাগে যেমন সালাহ, নেইমার, হ্যাজার্ড এবং অবশ্যই এম্বেপে”। সবচেয়ে বিস্ময়কর বিষয় যে তিনি পুরো সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর

একাধিক প্লেয়ার না ছাড়ার পথে রিয়াল জিদান

একাধিক প্লেয়ারকে কিনতে ঝাঁপাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফলে তারা একাধিক প্লেয়ারকে ছাড়তে চলেছে। তাদের পারফরম্যান্সের কমতির কারন থাকার পাশাপাশি নিজেদের ফান্ডকে মজবুত করতে তাদের এই সিদ্ধান্ত। ফলে এই মরশুমে তাদের একাধিক প্লেয়ার চায়নার যেকোনো ক্লাবে যোগ দিতে পারে। তবে একাধিক প্লেয়ার ক্লাব ছাড়লেও র‍্যামোসের মতো প্লেয়ার ক্লাব ছেড়ে যাবেননা। মার্কো আসেন্সিয়ো এবং বেলের মতো প্লেয়ার প্রিমিয়ার লিগে ক্লাবে যাবেন বলে ধরে নেওয়া যেতেই পারে। ক্লাব ছাড়া তাদের কাছে এখন শুধু সময়ের