বার্সেলোনায় খুশির হাওয়া
২০১৮-১৯ মরশুমে বার্সেলোনার ত্রিমুকুট প্রাপ্তি হয়নি। লা লিগা জিতলেও কোপা দেল ড়ে এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের হারতে হয়েছে। যার ফলে বেশ ক্ষিপ্ত বার্সেলোনার একাধিক প্লেয়ার। ফলে সামনের মরশুমে বার্সাকে ঢেলে সাজানোর কথা বলেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতেমেউ। সব ঠিক থাকলে সামনের মরশুমে বার্সেলোনায় যোগ দেবেন অ্যান্টোয়নে গ্রিজম্যান। এই মরশুমে বার্সায় যোগ দেওয়ার কথা ছিল তাঁর। তবে একাধিক কারন থাকায় বার্সায় যোগ দিতে পারেননি তিনি। তবে গ্রিজম্যান বার্সায় যোগ দেওয়ার