শুভ জন্মদিন লিওনেল মেসি। রোনাল্ডো, মারাদোনা? কেন মেসি সেরা নয়!
সুমিতঃ শুভ জন্মদিন মেসি। ৩২ এর ঘরে পৌঁছালেন ফুটবলের ঈশ্বর। ঈশ্বর শব্দটা মেসির সাথে না কি যায়না? এই নিয়ে মত দ্বিমত রয়েছে। তবে প্রচুর মানুষের অভিযোগ যে মেসি ক্লাবের। মেসি দেশের জার্সি গায়ে ফ্লপ। তাই তাঁকে ফুটবলের ঈশ্বর বলা নিয়ে অনেকের আপত্তি। আচ্ছা বলুন তো মানুষের এই আপত্তি থাকাটা কি বাঞ্ছনীয়? নাকি কেবল মারাদোনার সাথে মেসির তুলনা করে এই প্রশ্নটা মানুষের মনে আসে? কারন মারাদোনা দেশের জার্সি গায়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে