লিভেরপুলের কাছে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে হার। আর তার ঠিক কিছুদিন পরে কোপা দেল ড়ে তে ভ্যলেন্সিয়ার কাছে হার। চলতি মরশুমে বার্সেলোনার পারফরম্যান্স দেখে মনে হয়েছিল যে এই মরশুমে বার্সেলোনার মাথায় ত্রিমুকুট উঠতে চলেছে। তবে তা এখন অতীত। কারন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচে বিশ্রী হারের পরও শিক্ষা হয়নি তাদের। তাই কোপা ম্যাচেও তাদের হারতে হয়।
আর বার্সার এই হারের দায় কার উপর পরবে তা এখনও নিশ্চিত নয়। তবে একাধিক বার্সেলোনা প্লেয়ারকে যে বার্সা ছাঁটবে তা স্পষ্ট। এবং এই মরশুমে বার্সার হারের পর যে কোচ ভাল্ভারদের উপর চাপ সৃষ্টি হবে তা জানাই ছিল। কারন আগের মরশুমেও রোমার দলের বিরুদ্ধেও দ্বিতীয় লেগের ম্যাচে হারতে হয়েছিল তাদের।
সূত্রের খবর মঙ্গলবারের মধ্যে বার্সেলোনা কোচ ভাল্ভারদেকে বহিস্কার করা হতে পারে। তবে তার আগে বার্সেলোনার কোর কমিটির মিটিং না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবেনা।
কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়ে বারতেমেউ জানিয়েছেন যে কোচ ভাল্ভারদের সাথে তাদের তিন বছরের চুক্তি রয়েছে। ফলে আগামি বছর পর্যন্ত ভাল্ভারদেই কোচ থাকবেন।
অপরদিকে বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বারতেমেউ বার্সার প্রেসিডেন্ট পদে বহাল থাকবে ২০২১ পর্যন্ত। তারপর আবার বার্সেলোনার নির্বাচন। ফলে তার আগে দলের হাল ঠিক করতে চাইছেন জোসেপ। ফলে ভাল্ভারদের পাশাপাশি একাধিক পরিবর্তন এনে বার্সেলোনার উন্নতি ঘটাতে পারেন।