রোগা না মোটা? লম্বা না বেঁটে? কালো না ফর্সা? এটাই কি মানুষ চেনার সংজ্ঞা? আমরা আপামর জনসাধারন একজন মানুষকে বিচার করি তার সাইজ দেখে। সে রোগা না মোটা? রোগা হলে পাতলু আর মোটা হলে মোটু। এই হয়ে যায় তার নাম। আসল নাম ভুলে গিয়ে তাকে এই ছদ্মনাম নিয়ে বেড়াতে হয়। কখনও কখনও দু পাঁচ বছর আর কখনও বা সেটা পুরো জীবনকালের জন্য।
কখনও কি আমরা ভেবে দেখেছি? যে সেই মানুষটার মনের পরিস্থিতিটা কি হয়? সে কতটা বিষাদে ভুগতে থাকে? সে কতটা অবসাদ গ্রস্থ হয়ে যায়? আসলে এসব নিয়ে আমাদের ভাবার সময়ই তো থাকেনা। ২১ শতকের যুগে এসব ভুলে গিয়ে নিজেদের আনন্দ বাড়াতে গিয়ে অনেকের জীবনে নিরানন্দ করে তুলি আমরা। আর সেটা নিয়ে একবার ভাবার পর্যন্ত সময় থাকেনা আমাদের কাছে।
একবার ভাবুন তো একটা মানুষকে যখন লম্বা বা বেঁটে অথবা ফর্সা বা রোগা বলে ডেকে থাকি তখন তার মনের উপর কতটা প্রভাব পরে? অনেকে তো সুইসাইড পর্যন্ত করেছে। তবে আর নয় এটা এখানেই বন্ধ করা উচিৎ।
সোশ্যাল মিডিয়াতে এমনই এক দুরন্ত ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। যেখানে তাঁর গলা থেকে শোনা গেল প্রতিবাদের ভাষা। এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে তা ভাইরাল হল।