বিশ্বকাপে মেসির ব্যর্থতার কারন কি? জানালেন বারাক ওবামা

বিশ্বকাপে মেসির ব্যর্থতার কারন কি? জানালেন বারাক ওবামা

জীবনে কিছু অর্জন করা কিছুটা ভাগ্যের উপর। যতই পরিশ্রম করা হোক না কেন? ভাগ্য সাথ না দিলে তা অধরা থেকে যায়। এবং এটা কিছুটা মেনে নিতেই হয়। লিওনেল মেসির বিশ্বকাপ পাওয়া সেরকম একটা ব্যাপার।

কিছুদিন পরেই আর্জেন্টিনা কোপা অ্যামেরিকা খেলতে নামবে। আর এবার আর্জেন্টিনার জার্সি গায়ে আরও একবার মাঠে নামছেন লিওনেল মেসি। শেষবার নিজের পেনাল্টি মিস করাতেই কোপা হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার। ফলে কান্নায় ভেঙ্গে পরেন এল এম টেন। এবং অবসর ঘোষণা করেন। তবে তা এখন অতীত। পরে আবারও অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন তিনি।

কিন্তু তাঁর যে ক্ষোভ বা মেসির ভাগ্যের এই পরিহাস, অর্থাৎ দেশের জার্সি গায়ে কাপ না জেতা মেসির একটা সমস্যা বলে জানালেন প্রাক্তন অ্যামেরিকা প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা জানান যে ” কিছু সময় আমরা কিছু মানুষদের নিয়ে আলোচনা করে থাকি তাদের স্টাইল এবং কাজের জন্য’। মেসি একজন চমৎকার প্লেয়ার তবে তাঁর বিশ্বকাপ জেতায় সমস্যা হচ্ছে’। তিনি আরও জানান যে “খুব অল্প সংখ্যক মানুষই মহান জিনিস অর্জন করতে পারেন”।

আগামি মাসেই আর্জেন্টিনা কলোম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামছে। প্রথম খেলা তাদের ১৬ জুন। কোপা জেতার ব্যাপারে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বেশ আশাবাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *