হাউস্ফুলের সেটে ভিসিট করলেন বলি থেকে ক্রিকেট মহল

হাউস্ফুলের সেটে ভিসিট করলেন বলি থেকে ক্রিকেট মহল

২০১০ এ শুরু হয়েছিল। আর এখন ২০১৯। তাঁর মধ্যেই চারটে সিরিজ। এরকম কমেডি হিন্দি ছবি খুবই কম বেড়িয়েছে বলিউডে। তবে মাত্র ৯ বছরের মধ্যে চারটে সিরিজ বের করে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে হাউস্ফুল ৪।

২০১০ সালে সাজিদ খানের পরিচালনায় প্রথম রিলিজ করে হাউস্ফুল। যেখানে অক্ষয় কুমার ছাড়াও রিতেশ দেশ্মুখ সহ চ্যাঙ্কি পাণ্ডের মতো তারকাকে দেখা গেছিল। তবে হাউস্ফুল ৪ সকলে না থাকলেও একাধিক নতুন মুখ সহ বেশ কিছু পুরনো তারকা থাকছে।

রিলিজ করার আগেই রীতিমত সারা ফেলে দিয়েছে এই ছবি। কারন ছবির শ্যুটিং চলাকালিন একাধিক তারকা ঘুরে এসেছেন ছবির সেটে। মুম্বাইয়ের ফিল্ম সিটি স্টুডিয়োতে শ্যুটিং চলাকালিন একাধিক তারকার একাধিক শ্যুটিং চলছিল। ফলে একাধিক তারকা দেখা করে আসেন অক্ষয় কুমার সহ ছবির একাধিক কলাকুশলীদের সাথে।

যেমন সালমান খানের কাপিল শর্মার শ্যুটিং চলছিল, ভিদ্যা বালানের মিশান মঙ্গলের। ফলে সালমান থেকে শুরু করে ভিদ্যা বালান, নওয়াজউদ্দিন সিদ্দিকি দেখা করে আসেন। অক্ষয় কুমার ক্রিকেটের বড় সমর্থক। অন্যদিকে শিখার ধাওয়ান এবং অক্ষয় ভালো বন্ধু। ফলে ধাওয়ান কথা দেন যে তিনি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে তাঁর সাথে দেখা করে আসবেন। ফলে কথা মতো অক্ষয় কুমারের সাথে দেখা করে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *