হিন্দি ছবিতে ডেবিউ হলেও বাংলা ছবিতে নিজের ক্যারিয়ার গড়তে চান এই বঙ্গ তনয়া

হিন্দি ছবিতে ডেবিউ হলেও বাংলা ছবিতে নিজের ক্যারিয়ার গড়তে চান এই বঙ্গ তনয়া

একটা সময় ছিল যখন বাংলা চলচ্চিত্র জগতে নায়ক বা নায়িকা পাওয়া বেশ চাপের ছিল। কারন একাধিক মুখ থাকলেও অনেক এমন ছবি আসত যেখানে নতুন মুখের প্রয়োজন হত। তবে এখন বাংলা চলচ্চিত্র জগতের এই পরিস্থিতিটা বেশ খানিকটা বদলেছে।

এখন হাতে গোনা কয়েকজন নয়। আজকাল প্রচুর মানুষ কাজ করছে। বড় হয়েছে বাংলা চলচ্চিত্র জগতের পরিধি।

নতুন মুখ এখন একটা বিষয়। কারন প্রচুর ছবিতে এখন পরিচালকরা নতুন মুখ ব্যবহার করতে চায়। ঠিক তেমনই এক নতুন মুখ হল মৌমিতা পণ্ডিত।

জন্ম ও বেড়ে ওঠা মালদহ এবং মুর্শিদাবাদে। ২০১০ সালে কলকাতায় চলে আসা। তারপর সংস্কৃত নিয়ে পড়াশোনা। এবং পরবর্তীতে রবিন্দ্রভারতি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স।

প্রথম ছবিই হিন্দি ছবি “বলিউড ডায়রি”। এবং সেই ছবিতেই বাজিমাত। ব্যাক্তিগত ভাবে না হলেও সেই ছবি দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়। অর্থাৎ একজন উঠতি অভিনেত্রীর কাছে বাংলা ছবিতে অভিনয় করার আগে এমন একটা অ্যাচিভমেন্ট সত্যি ভাগ্যের ব্যাপার।

প্রথম বাংলা ছবি ভবিষ্যতের ভুত এবং পরে কণ্ঠ এর মতো ছবিতে অভিনয়। এছাড়াও বর্ণ পরিচয় এবং প্যান্থার্সে মতো ছবিতে দেখাযাবে তাকে।

শুধু অভিনয় নয়। অভিনয়ের পাশাপাশি পেশাদার মডেলদের ভুমিকাতেও দেখা যায় মৌমিতাকে।

https://www.instagram.com/p/Bx1de4xA8pX/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *