২০১৮-১৯ মরশুমে দারুন ফর্মে ছিলেন লিওনেল মেসি। ঘরোয়া লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগে মেসির পারফরম্যান্সের উপর ভর করেই একাধিক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এবং কোপা দেল রে তে হারলেও মেসির ব্যাক্তিগত পারফরম্যান্সের অভাব একটুকুও ছিলনা।
ফলে মেসি ব্যাক্তিগত পারফরম্যান্সে পেছনে ফেলেছেন সকলকেই। ইতিমধ্যেই গোল্ডেন শ্যু অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। অ্যাওয়ার্ড হাতে পাওয়া শুধু সময়ের অপেক্ষা। বাকি আছে ব্যালন ডি ওর। তবে মেসির ব্যালন ডি ওর পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেক ফুটবল তারকাই। কিছু প্লেয়ার মেসি ব্যালন ডি ওর পাবে বলে বাজি ধরেছেন ঠিকই। তবে অনেকের মতে তিনি নাকি এবছর ব্যালন ডি ওর পাবেন না। এই তালিকায় এবার নাম লেখালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
রোনাল্ডোর মতে এই মরশুমে মেসি ব্যালন ডি ওর জেতা থেকে বেশ খানিকটা দূরে। কারন চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা হারের পর, মেসির ব্যালন ডি ওর পাওয়ার সুযোগ কিছুটা কম। তাঁর মতে লিভারপুলের ভ্যান ডিক ,সাদিও মানে এবং মোহঃ সালাহ এগিয়ে রয়েছেন।
এই মরশুমে বার্সার জার্সি গায়ে মেসি ৫০ গোলের গণ্ডি টপকেছেন মেসি। এই মরশুমে ইউরোপের সেরা গোলদাতা তিনিই।
মেসি ৫০ গোলের গণ্ডি টপকালেও রোনাল্ডো ৪৩ ম্যাচে মাত্র ২৮ গোল করেছেন।