২০১১ এর বিশ্বকাপ টুর্নামেন্টে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। এবার আট বছর পর ফের বিশ্বকাপে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবার বিশ্বকাপের আসরে দলে নেই যুবি। এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন ব্যাপারটা অনেকটাই পরিবর্তন ঘটেছে। এখন সার্কেলের মধ্যে ৫ জন ফিল্ডার থাকে। তখন ৪ জন থাকত। ফলে সেসময় ২৭০-২৮০ রান তুললেই লড়াই করা যেত কিন্তু এখন ৩০০ উপর রান করলেও লড়াই করা যায়। অতিরিক্ত একজন ফিল্ডারের জন্যই এই তফাতটা এবার দেখাযাবে। বিপক্ষ কত রান তুললে ভারত লড়াই করতে পারবে সে প্রশ্নের উত্তরে যুবি বলেন “এবার ভারতে ব্যাটিং লাইন আপটা বেশ শক্তিশালি”।
তাই প্রতিপক্ষের যেকোনো রান তারা করতে পারবে বিরাট কোহলির দল। সত্যি কথা বলতে কি, গত তিনবছর ধরে ভারত ধারাবাহিকভাবে ভালো খেলছে। যুবির মতে এবারের ফাইনালে খেলতে দেখা যাবে ভারত-ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার দলকে নিয়েও আশাবাদি যুবরাজ। কারন এবারের বিশ্বকাপ দলে ফিরে এসেছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার। এই দুই ক্রিকেটার ফিরে আসায় অস্ট্রেলিয়া দল শক্তিশালি হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপ ও বেশ ভালো।
ভারতীয় দলে এবার কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জাস্প্রিত বুমরাহার পাশাপাশি অভিজ্ঞ ধোনি রয়েছেন। তাই যুবির মতে ভারত ফাইনালের ওঠার দৌড়ে অনেকটা এগিয়ে।