নতুন করে দল গোছাতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ

নতুন করে দল গোছাতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ

মরশুম শেষ। এবার দলবদলের পালা। নতুন করে দল গড়তে চলেছে একাধিক দল। তবে লা লিগার দুই বড় দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নতুন করে দল গড়বে। কারন চলতি মরশুমে এই দুই দলের ব্যর্থতা। বার্সেলোনা লা লিগা জিতলেও কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতেই মাথায় হাত পড়েছে তাদের। ফলে একাধিক পুরনো প্লেয়ার বাদ দিতে চলেছে তারা। তবে রিয়াল মাদ্রিদ দল গড়তে যে প্রচুর অর্থ খরচ করতে চলেছে তা সকলেরই জানা। কারন এই মরশুমে রিয়ালের চরম ব্যর্থতা। ফলে ইতিমধ্যেই তারা কোচ হিসাবে আবারও ফিরিয়েছেন জিনেদান জিদানকে।

ফলে ইতিমধ্যেই নতুন প্লেয়ারদের তালিকাও তৈরি করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। এবং তারা যে বিপুল পরিমান অর্থ খরচ করবে তা জানালেন রিয়ালের প্রাক্তন কোচ জোসে মৌরিনহো। তিনি জানান যে ” রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই তাদের কোচ পরিবর্তন করেছে, তারা এবার দল গড়তে প্রচুর অর্থ খরচ করতে চলেছে”।

মৌরিনহো তিন মরশুম রিয়ালের কোচ ছিলেন। এবং রিয়ালকে লা লিগা এবং কোপা দেল রের ন্যায় একাধিক কাপ জেতানোর কারিগর তিনি।

এই দশকে রিয়াল মাদ্রিদের এরকম বাজে পারফরম্যান্সের ফলে বেশ চাপে রিয়াল কতৃপক্ষ। ফলে তারা দলে একাধিক নতুন প্লেয়ার নিতে পারে। অন্ততপক্ষে ৩ জন দুরন্ত প্লেয়ারকে তারা কিনতে পারে বলে খরব। আসলে রিয়াল মাদ্রিদের একটি ট্রেন্ড আছে। এই ট্রেন্ড অনুযায়ী রিয়ালের নতুন কোচ আসার পর তিন জন করে নতুন প্লেয়ার রিক্রুট করে থাকে। যেমন পেলিগ্রিনি- রোনাল্ডো, কাকা, আলেন্সো এবং বেঞ্জিমা, মৌরিনহো- ওজিল, ডি মারিয়া, খেদিরা, আন্সেলত্তি- ইস্কো এবং বেল। অর্থাৎ এই ট্রেন্ড অনুযায়ী যে জিদান নতুন প্লেয়ার দলে নেবে তা বলাই যেতে পারে। তালিকায় হ্যাজার্ড, এম্বেপের মতো প্লেয়ার রয়েছে। তবে কাকে দলে নেওয়া হবে? বা কে দলে আসতে চলেছে তা সময় আসলেই জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *