দেবজিতকে দলে নিতে চাইছে না মোহনবাগান

দেবজিতকে দলে নিতে চাইছে না মোহনবাগান

চলতি মরশুমে সমস্যায় পড়তে চলেছেন এটিকে গোলরক্ষক দেবজিত মজুমদার। এবছর চুক্তি থাকলেও এটিকের তাকে রাখতে চাইছেনা এমনকি দেবজিত যা দর হেঁকেছেন তা যেকোনো ক্লাবের পক্ষের ধরাছোঁয়ার বাইরে।

তিনজন গোলরক্ষক হিসাবে অরিন্দম, ধিরাজ, অবিনাশের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে এটিকে কর্তারা। ফলে চুক্তি থাকলেও ক্ষতিপূরণ দিয়ে দেবজিতকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা এটিকে কর্তাদের। প্রথমে এটিকে কর্তারা নিশ্চিত ছিলেন লিয়েনে মোহনবাগানে খেলবেন দেবজিত। সেক্ষেত্রে ট্র্যান্সফার ফি বাবদ কিছু অর্থ পাবে এটিকে।

শুরুতে বাগান কর্তারা আগ্রহ দেখালেও দেবজিতের আকাশ ছোঁয়া দর দেখে পিছিয়ে পড়েন। দেবজিতের চুক্তির টাকার সঙ্গে এটিকে ট্র্যান্সফার ফি। সবমিলিয়ে দেবজিতের জন্য যত টাকা খরচ হবে তার চেয়ে কমে ভালো বিদেশি ফুটবলার পেয়ে যাবে মোহনবাগান। এজন্যই দেবজিতের সঙ্গে কথা এগলেও পিছিয়ে আছেন বাগান কর্তারা। শুধু মোহনবাগান নয় ইস্টবেঙ্গল কর্তারাও দেবজিতকে দলে নিতে আগ্রহী নন। কারন গত উ মরশুম মাঠের বাইরে এটিকের বসে থাকা গোলকিপারকে নিতে রাজিনন লালাহলুদ কর্তারা। শেষ পর্যন্ত দেবজিতকে চুক্তি অনুযায়ী এটিকেতে থেকে যেতে হবে। আবার এটিকে কর্তারা চুক্তি ভাঙ্গারও পরিকল্পনা রয়েছে। সেখত্রে চুক্তি ভঙ্গে যে পরিমান টাকা দিতে হবে লেখা রয়েছে সেটা দিয়ে দেওয়া হবে।

কোনোভাবেই বেশি টাকা দিয়ে এটিকে কর্তারা চতুর্থ গোলকিপার হিসাবে দেবজিতকে নতুন মরশুমের জন্য দলে রাখতে রাজিনয়। তাই সবমিলিয়ে নতুন মরশুমে সমস্যায় পড়েছে এটিকে গোলরক্ষক দেবজিত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *