প্রথম একাদশে জায়গা হলনা মেসির

প্রথম একাদশে জায়গা হলনা মেসির

চলতি মরশুমে লা লিগা জিতছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে জয় পায়নি দলটি। এই মরশুমের সবচেয়ে গোছানো এবং সংঘবদ্ধ দল হওয়া সত্ত্বেও তাদের হারতে হয়েছে লিভারপুল এবং ভ্যালেন্সিয়ার মতো দলের কাছে।

মেসি ধারাবাহিকতা ফুটবল খেললেও দলের বাকি প্লেয়ারদের পারফরম্যান্সে ছিল বেশ খারাপ। ফলে পরপর হারতে হল বার্সেলোনাকে।

এবং এই হারের ফলে একাধিক প্লেয়ারকে বার্সা ছাড়তে বলে মত আন্তর্জাতিক ফুটবল মহলের। তবে এই হারের ফলে ইউরোপের সেরা একাদশে জায়গা করে নিতে পারলেননা লিওনেল মেসি।

গোল্ডেন শ্যু জিতলেও ইউরোপের সেরা একাদশে থাকতে পারলেননা এল এম টেন।

প্রথম একাদশে সুযোগ করে নিলেন যেসব তারকারা

ক্র্যাগনো, কিমিচ, ভ্যান ডিক, অরবান, হালসটেনবারগ, এন পেঁপে, আন্দ্রে গোমজ, সাভানিয়ের, এডেন হ্যাজার্ড, রোনাল্ডো, এম্বেপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *