দেবজিতকে দলে নিতে চাইছে না মোহনবাগান
চলতি মরশুমে সমস্যায় পড়তে চলেছেন এটিকে গোলরক্ষক দেবজিত মজুমদার। এবছর চুক্তি থাকলেও এটিকের তাকে রাখতে চাইছেনা এমনকি দেবজিত যা দর হেঁকেছেন তা যেকোনো ক্লাবের পক্ষের ধরাছোঁয়ার বাইরে। তিনজন গোলরক্ষক হিসাবে অরিন্দম, ধিরাজ, অবিনাশের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে এটিকে কর্তারা। ফলে চুক্তি থাকলেও ক্ষতিপূরণ দিয়ে দেবজিতকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা এটিকে কর্তাদের। প্রথমে এটিকে কর্তারা নিশ্চিত ছিলেন লিয়েনে মোহনবাগানে খেলবেন দেবজিত। সেক্ষেত্রে ট্র্যান্সফার ফি বাবদ কিছু অর্থ পাবে এটিকে। শুরুতে বাগান