May 28, 2019

দেবজিতকে দলে নিতে চাইছে না মোহনবাগান

চলতি মরশুমে সমস্যায় পড়তে চলেছেন এটিকে গোলরক্ষক দেবজিত মজুমদার। এবছর চুক্তি থাকলেও এটিকের তাকে রাখতে চাইছেনা এমনকি দেবজিত যা দর হেঁকেছেন তা যেকোনো ক্লাবের পক্ষের ধরাছোঁয়ার বাইরে। তিনজন গোলরক্ষক হিসাবে অরিন্দম, ধিরাজ, অবিনাশের সঙ্গে চুক্তি পাকা করে ফেলেছে এটিকে কর্তারা। ফলে চুক্তি থাকলেও ক্ষতিপূরণ দিয়ে দেবজিতকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা এটিকে কর্তাদের। প্রথমে এটিকে কর্তারা নিশ্চিত ছিলেন লিয়েনে মোহনবাগানে খেলবেন দেবজিত। সেক্ষেত্রে ট্র্যান্সফার ফি বাবদ কিছু অর্থ পাবে এটিকে। শুরুতে বাগান

প্রথম একাদশে জায়গা হলনা মেসির

চলতি মরশুমে লা লিগা জিতছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগ এবং কোপা দেল রে জয় পায়নি দলটি। এই মরশুমের সবচেয়ে গোছানো এবং সংঘবদ্ধ দল হওয়া সত্ত্বেও তাদের হারতে হয়েছে লিভারপুল এবং ভ্যালেন্সিয়ার মতো দলের কাছে। মেসি ধারাবাহিকতা ফুটবল খেললেও দলের বাকি প্লেয়ারদের পারফরম্যান্সে ছিল বেশ খারাপ। ফলে পরপর হারতে হল বার্সেলোনাকে। এবং এই হারের ফলে একাধিক প্লেয়ারকে বার্সা ছাড়তে বলে মত আন্তর্জাতিক ফুটবল মহলের। তবে এই হারের ফলে ইউরোপের সেরা একাদশে

একাধিক নতুন প্লেয়ার ছেঁটে দিতে পারে বার্সেলোনা

মরশুম শেষ। এবার দলবদলের পালা। নতুন করে দল গড়ার পথে একাধিক ক্লাব গুলি। লিভারপুলের মতো ক্লাব নতুন করে তারকা প্লেয়ার না কিনলেও পুরনো প্লেয়ারদের ছারবেনা বলে জানিয়ে দিয়েছে। শুধু লিভারপুল নয়, প্রিমিয়ার লিগে একাধিক দলই নতুন প্লেয়ার না কিনলেও পুরনো প্লেয়ার ছাড়তে নারাজ। তবে লা লিগার দুই প্রধান দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দুই দলই নতুন করে দল গড়তে চাইছে। এর বড় কারন চলতি মরশুমের ব্যর্থতা। রিয়াল মাদ্রিদ একাধিক নতুন

নতুন করে দল গোছাতে ব্যস্ত রিয়াল মাদ্রিদ

মরশুম শেষ। এবার দলবদলের পালা। নতুন করে দল গড়তে চলেছে একাধিক দল। তবে লা লিগার দুই বড় দল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নতুন করে দল গড়বে। কারন চলতি মরশুমে এই দুই দলের ব্যর্থতা। বার্সেলোনা লা লিগা জিতলেও কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতেই মাথায় হাত পড়েছে তাদের। ফলে একাধিক পুরনো প্লেয়ার বাদ দিতে চলেছে তারা। তবে রিয়াল মাদ্রিদ দল গড়তে যে প্রচুর অর্থ খরচ করতে চলেছে তা