এবার সান-ই মহমেডান পুরস্কার পাচ্ছেন ভিক্টর অমল রাজ। দীর্ঘদিন সাদাকালো জার্সি গায়ে অমল রাজ খেলেছেন। এমনকি শতাব্দী প্রাচীন ক্লাবের অধিনায়কত্ব করারও কৃতিত্ব রয়েছে তাঁর। শুধু মহমেডান নয় লালহলুদ, সবুজমেরুন জার্সি গায়ে খেলেছেন হায়দ্রাবাদের ফুটবলারটি। তিন প্রধানে খেলার পাশাপাশি বাংলার জার্সি গায়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন তিনি।
মহমেডান ক্লাবের তাঁর অবদানের জন্য এবার সান-ই পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে। ১ লা জুন শনিবার পার্ক সার্কাসের হজ হাউসে ইফতাহার পার্টিতে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। স্মারক সহ ১ লক্ষ টাকা।
১৯৮০ সালে ভিক্টর অমল রাজের অধিনায়কত্বে মহমেডান ডি সি এম, রোভার্স কাপ এবং বড়দোলই ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ডুরান্ড কাপে সেবার রানার্স হয়েছিল মহমেডান। ডার্বি ম্যাচে গোল রয়েছে প্রাক্তন মিডফিল্ডার অমল রাজের।