স্পোর্টস ডেস্কঃ ইতিহাস তৈরির পথে লিওনেল মেসি। ষষ্ঠ বারের জন্য গোল্ডেন শ্যু হাতে তুলতে চলেছেন লিওনেল মেসি।
চলতি মরশুমে ৩৬ গোল করে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছেন লিওনেল মেসি। ঘরোয়া লিগে ৩৬ গোল করেলেও সর্ব মোট ৪৭ গোল করেছেন এল এম টেন।
পরপর তিন বছর একবারে এখনও পর্যন্ত কেউ গোল্ডেন শ্যু হাতে তোলেননি। মেসিই প্রথম ফুটবল প্লেয়ার হিসাবে এই কৃতিত্ব হাতে তুলতে চলেছেন। ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ মরশুমে ৩৪ এবং ৩৭ গোল করেছিলেন। চলতি মরশুমে বার্সার জার্সি গায়ে মোট ৩৬ গোল করেছেন ঘরোয়া লিগে। অর্থাৎ ৭২ পয়েন্ট নিয়ে এই অ্যাওয়ার্ডটি হাতে তুলবেন এল এম টেন।
২০১১=১২ মরশুমে মেসিই প্রথম প্লেয়ার যিনি ঘরোয়া লিগে ৫০ গোলের গণ্ডিতে পৌছেছেন। এর আগে ফুটবল ইতিহাসে এমন কোনও প্লেয়ার করতে সক্ষম হননি।
চলতি মরশুমে এম্বেপের সুযোগ থাকলেও তা পাবেনা এই ফরাসি তারকা। কারন শেষ ম্যাচে মাত্র ১ টি গোল করেন তিনি।
শুক্রবার এক পেস সাক্ষাৎকারে মেসি জানান যে ” সত্যি কথা বলতে কি গোল্ডেন শ্যু আমার মাথায় ছিলনা, কারন লিভারপুলের বিরুদ্ধে ম্যাচে যা হল সেটা সত্যি ভুলতে পারিনি, আমি ব্যাক্তিগত জিনিস নিয়ে খুব একটা বেশি ভাবিনা, কোপা ম্যাচ জিতে দলের হয়ে আরও একটি ট্রফি জিততে চাই”।