ফিরলেন ভূতের রাজা ৩ বর দিলেন ৫০ বছর পর ফিরে?
ফিল্ম ডেস্কঃ সুমিত, কলকাতাঃ ভূতের রাজা। ছোটোদের কাছে এক বিখ্যাত চরিত্র। এমন ক্ষুদে খুঁজে পাওয়া বেশ মুশকিল যে ভূতের রাজার নাম শোনেনি। বাচ্চাদের এক প্রিয় চরিত্র, যা সত্যজিৎ রায় আজ থেকে ৫ দশক আগে সৃষ্টি করে গেছিলেন গুপি গাইন বাঘা বাইন ছবির মাধ্যমে। ১৯৬৯ সালে গুপি গাইন বাঘা বাইনে প্রথম দেখা যায় ভূতের রাজাকে। সেখানে তিনি গুপি বাঘার উপর প্রসন্ন হয়ে তিন বর দেন। আর সেই বর পেয়ে গুপি বাঘা বেশ