মেসির পারফরম্যান্সই ট্রোল্ড হওয়ার প্রধান কারন?

মেসির পারফরম্যান্সই ট্রোল্ড হওয়ার প্রধান কারন?

স্পোর্টস ডেস্কঃ চলতি মরশুমে মেসিকে নিয়ে উচ্ছ্বসিত সকলে। লা লিগা থেকে শুরু করে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা।

লা লিগার শেষ ম্যাচে এইবারের বিরুদ্ধে জোড়া গোল করে বার্সার মান বাচিয়েছেন মেসি। এবং সেই ম্যাচে গোল করার পাশাপাশি লা লিগাতে বার্সার জার্সি গায়ে মোট ৩৬ গোল করলেন এল এম টেন।

এই মরশুমে মোট ৪৭ গোল করেছেন লিওনেল মেসি। ফলে একাধিক ব্যাক্তিগত ট্রফি যে তিনি জিতবেন তা একপ্রকার নিশ্চিত। ব্যালন ডি ওর থেকে শুরু করে গোল্ডেন ব্যুট জেতার দৌড়ে সকলকে পেছনে ফেলেছেন তিনি। অ্যাওয়ার্ড হাতে তোলা তাঁর কাছে এখন শুধু সময়ের অপেক্ষা।

মেসির পারফরম্যান্স বার্সার সমর্থকদের চোখ কারলেও বার্সার বাকি প্লেয়ারদের পারফরম্যান্স মেসির সাথে তুলনা করলে তা নক্কার জনক। কারন মেসি একাই ৩৬ গোল করেছেন বার্সার জার্সি গায়ে। আর তাঁর ঠিক পরেই রয়েছেন লুইস সুয়ারেজ। সুয়ারেজের গোল সংখ্যা ২১। অর্থাৎ মেসির থেকে ১৫ গোল পেছনে। এই পারফরম্যান্সের ছবি সোশ্যাল মিডিয়াতে বার্সার অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে শেয়ার করার পরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রোল্ড হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *